এইনিয়ে দ্বিতীয়বার কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আজ ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) কটাক্ষ করতে ছাড়লেন না বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মঙ্গলবার নন্দীগ্রামে হনুমানজি-র পুজো উদ্বোধন করতে এসে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “জনগণের ভোটে নয়, ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন ‘ছাপ্পাশ্রী’ পুরস্কার দেওয়া হয়।” উল্লেখ্য,এর আগেও বিভিন্নভাবে ফিরহাদকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কখনও তাঁকে ‘মিনি পাকিস্তান বলা মন্ত্রী’, কখনও তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিমও।
আরও পড়ুন : Asim Riaz: বিতর্কিত টুইট অসীম রিয়াজের
সম্প্রতি, গঙ্গাসাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এনিয়েও নন্দীগ্রামে সরব হন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, “গতবছর মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজজিকে পাশে বসিয়ে বলেছিলেন, ভারত সেবাশ্রম কিছু ভালো কাজ করে। আবার দাঙ্গাও করে। গোটা দেশের লোক লাইভে শুনেছে, দেখেছে। আজকের দিনে নন্দীগ্রাম রক্তাক্ত নন্দীগ্রাম দেখেছিল। এই হনুমান মন্দিরে আসার সময়ে ৩টি বাসে থাকা ভক্তদের ব্যাপক মারধর করা হয়েছিল।”