স্যোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। কিছুদিন আগেই স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের ছবির কোলাজ দিয়ে স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে ছিলেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার, রেড রোডে ঐতিহাসিক বর্ণময় অনুষ্ঠানের পরে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ফের স্যোশাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলে ফেলেন তিনি।

নতুন ডিপিতে রয়েছে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে প্রকাশিত লোগো। ওই লোগোতে রয়েছে দুর্গার ছবি। সেই সঙ্গে লেখা, ‘আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। থ্যাঙ্ক ইউ ইউনেস্কো।’ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই (Cm Mamata Banerjee) নয়, তৃণমূল সরকারের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ-বিধায়করাও সামাজিক মাধ্যমে নিজেদের ডিপিতে বদল এনে ওই লোগো ব্যবহার করতে শুরু করেছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার দুর্গাপুজো যে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেয়েছে তা ভিন রাজ্যের ও ভিন দেশের মানুষের কাছে তুলে ধরতেই নিজের টুইটারের ডিপি বদলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। শারদো‍ত্‍সব শেষ না হওয়া পর্যন্ত ডিপিতে ওই নতুন ছবিই জ্বলজ্বল করবে। ডিপি বদলের মাধ্যমে কার্যত এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রার সমালোচক বিজেপি, সিপিএম নেতা ও তাঁদের অনুরাগী তথাকথিত নেটা নাগরিকদের বিশেষ খোঁচাই দিতে চেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ডিপি বদলের কথা জানার পরেই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ডিপি বদলের হিড়িক পড়ে গিয়েছে।

অন্যদিকে, এদিন দুর্গাপুজোর স্বীকৃতি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অভূতপূর্ব সাড়া মেলায় মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) যথেষ্টই খুশি। বৃষ্টি উপেক্ষা করে লক্ষাধিক মানুষ যেভাবে মিছিলে পা মিলিয়েছেন, তা আশা করেননি বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।