ফের নতুন পালক বাংলার (West Bengal) মুকুটে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

আগামী বছর বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গের হাতে।

এই পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী জানান, এই উপহার সকলের জন্য।

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। ইউনেস্কোর পক্ষ থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে দুর্গাপুজোকে।

এই স্বীকৃতির পর গত ১ লা সেপ্টেম্বর রাজ্যের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়।

আবার, পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচকেও স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো।

এবার পশ্চিমবঙ্গকে (West Bengal) ভূষিত করা হবে বেস্ট ডেফিনেশন ফর কালচার অ্যাওয়ার্ডে। যা আগামী বছর প্রদান করা হবে রাজ্যকে।

জানা যাচ্ছে, আগামী বছরের ২৩ শে মার্চ এক বিশেষ অনুষ্ঠান রয়েছে বার্লিনে। যেখানে রাজ্যকে এই পুরস্কার প্রদান করা হবে।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে গিয়ে এই পুরস্কার গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান,’এই উপহার দেশের জন্য।

রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে সংস্কৃতির জন্য সেরা গন্তব্যস্থল হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আপনারা সকলেই এ রাজ্যের পর্যটনের কথা প্রায়ই বলে থাকেন। এবার এই উপহার আপনাদের সকলের জন্য।’

অন্যদিকে এক ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান, ‘এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুমোদিত সংস্থা প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির সেরা গন্তব্যের জন্য

আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এ পশ্চিমবঙ্গকে ভূষিত করবে। বৈশ্বিক সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে।’