সিবিআই মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) নামে লুক-আউট নোটিস জারি করেছে। যা নিয়ে গত সপ্তাতেই তোলপাড় হয়। কোথায় গেলেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি? তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে ভিডিওকলে ধরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার পরদিন যাদপুরের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।এবার মানিকবাবু হাজির বিধানসভায়। মঙ্গলবার তিনি বিধানসভায় উচ্চ শিক্ষার স্ট্যানডিং কমিটির বৈঠকে হাজির ছিলেন।
উল্লেখ্য,ইডি দাবি করেছিল, গত কয়েক সপ্তাহ ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)।এই বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিল ইডি।পরে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় সিবিআই মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে।যদিও মানিক জানিয়েছিলেন তিনি বাড়িতেই আছেন। তদন্তে সহযোগিতাও করছেন।এরপরই এল আসল চমক! মঙ্গলবার সাদা জামা, সাদা প্যান্ট পরে হাজির হন তিনি। বিকেল ৩’টে নাগাদ তিনি আসেন বিধানসভায়। সূত্রের খবর, মঙ্গলবার দু’টি কমিটির মিটিং ছিল। মানিক ওই কমিটির অফিসে এসেছিলেন।তারপর বৈঠকেও যোগ দেন।পরে উপমুখ্যসচেতকের অফিসে কিছু ক্ষণ ছিলেন।মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান হওয়ার পাশাপাশি নদিয়ার পলাশীপাড়ার বিধায়কও বটে। তাছাড়া বিধানসভায় উচ্চশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য তিনি। ফলে তাঁর বিধানসভায় যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মঙ্গলবার বিধানসভায় উচ্চশিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির মিটিংয়েই যোগ দিয়েছেন মানিক।
বিধানসভা সূত্রের খবর, মানিকের বিধানসভায় যাওয়াতে কোনও বাধা নেই। কারণ কোনও এজেন্সির তরফে সরকারিভাবে লুক আউট নোটিসের কথা জানানো হয়নি।এদিন এই বিষয়ে এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ” মাণিক ভট্টাচার্য জন্য সত্যিই কি লুক আউট নোটিস জারি হয়েছে? নাকি আগে থেকে রটিয়ে সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা? লুক আউট নোটিস-টা কই? এতো দেখছি ভূতের গল্প। আগে নোটিসটা দেখান। বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা।”
আরো পড়ুন:Saumitra khan:’প্রত্যেককে মানিক ভট্টাচার্য করে দেব’ কাদের প্রসঙ্গে এমন উক্তি বিজেপি সাংসদের?