একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে তৃণমূল দলের হেভিওয়েট নেতার।আগেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।এরপর গরুপাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।শুধু তাই নয়,বর্তমানে রাজ্যে কর্তব্যরত আট পুলিশকর্তাকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এঁদের মধ্যে আবার ইডির ডাকে কেউ দিল্লি গিয়েছেন,আবার কেউ যাননি।আর এই বিষয়টি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মোটেও ভাল চোখে দেখছেন না, তা সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন এই প্রসঙ্গে মমতা বলেন, “আমিও অনেক সিবিআই-ইডি দেখেছি। যাঁরা ভাল কাজ করেন, তাঁদের আমি সম্মান করি। কিন্তু আমাদের কাছেও সিবিআই-এর দুর্নীতির অভিযোগ আছে। ইডিরও আছে। বিএসএফ-এরও আছে। সিআরপিএফ-এরও আছে। আমাদের পুলিশ অফিসারদের দিল্লিতে ডেকে আপনারা যদি কিছু করেন, তাহলে আপনাদের এখানে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধেও আমরা আইনি ব্যবস্থা নেব।” সোমবার মেয়ো রোডের মঞ্চ থেকে এইভাবেই ইডি সিবিআইকে আক্রমণ করেন মমতা।সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচার মামলায় যে সক্রিয়তা শুরু হয়েছে তাতে তৃণমূলের মধ্যেও একটা ‘ভয়’ কাজ করছে বলে অনেকের মত। এদিন ছাত্র সমাবেশে সেই ভয়টাই ভাঙতে চেয়েছেন দিদি। মমতা এদিন তরুণ বাহিনীর উদ্দেশে বলেন, ‘ভয় পাবেন না তো?একদম ভয় পাবেন না!’

বক্তব্যের শেষে হিন্দিতে তিনি বলেন, ‘‌সবাইকে ইডি-সিবিআই ভয় দেখাচ্ছেন। নির্বাচনের আগে ববি, অভিষেক, অরূপ, মলয়, চন্দ্রিমাকে গ্রেফতার করে জেলে ভরো। ভাবছে তাহলে তৃণমূলকে হারিয়ে বিজেপি জিতবে। আমি বলছি আমাকেও গ্রেফতার করো। তার পর দেখো কী হয়। আমি জেলে থাকলেও বেরিয়ে আসব। নির্বাচনের আগে তো মেরে আমার পা ভেঙে দিয়েছিলে। ভেবেছিল বেরোতে পারবে না। তারপর কী হয়েছে?’‌

 

আরো পড়ুন:Mamata Banerjee:তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন মমতা-অভিষেক!