কলকাতা হাইকোর্টে ( High Court) পুজোর অনুদান মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য।

শুধু ঘোষণা হয়েছে, এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই এটা মামলা করার সঠিক সময় নয়। আদালতে (High Court) সওয়াল রাজ্যের।

হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে রাজ্যের করা আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।

৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হলফনামা দেবে রাজ্য । পুজো অনুদান মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর।

গত সপ্তাহে রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর অনুদান বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্র অর্থ দিচ্ছে না, বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর ।

কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।

৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে বৈঠকে ঘোষণা করেন