টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নতুন লিগে খেলতে নেমে পড়বেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আবু ধাবি টি১০ লিগে খেলবেন বাংলাদেশের অধিনায়ক। বাংলা টাইগার্স দলকে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার দলের তরফে এই ঘোষণা করা হয়েছে। নভেম্বরে এই লিগ শুরু হবে।

এস শ্রীসন্থ, যিনি ভারতের প্রাক্তন বোলার, তাঁকে দলের মেন্টর করা হয়েছে। কোচ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার আফতাব আহমেদ। সহকারী কোচ নাজমুল আবেদিন ফাহিম। দলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার এভিন লিউইস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমির, শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানাও রয়েছেন।

আরও পড়ুন: Rohit Sharma: দুবাইয়ে খোশমেজাজে রোহিত, বাচ্চাদের খেলায় ডুবে গেলেন তিনি

সম্প্রতি শাকিবকে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে (Shakib Al Hasan)। আবু ধাবি টি১০ লিগে আগেও অংশ নিয়েছেন শাকিব। প্রথম মরসুমে খেলেছিলেন কেরল নাইটসের হয়ে। তবে শ্রীসন্থ আগে কোনও দিন কোচিং করাননি। এটাই হল তাঁর প্রথম দায়িত্ব।