খুশকি থেকে মুক্তি পেতে টেবিল চামুচ ফ্রেশ লেবুর রস এর সাথ ২ টেবিল চামুচ অলিভ অয়েল ও ২ টেবিল চামুচ পানি,শিকাকাই পাউডার একসাথে মিশিয়ে মাথার তক এ ম্যসাজ করতে হবে। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে একবার এই ম্যাসাজ করলে খুশকি দূর হয়।

 

চুল পড়া( Hair fall)রোধ করতে দিন অনেক কার্যকরী। ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের চুল গোড়া থেকে মজবুত করে ।ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন লেবু ও মধু। য়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সবচেয়ে ভালো ফল পেতে প্যাক লাগানোর আগের দিন রাতে চুলে হালকা গরম তেল ম্যাসাজ করে নিন। চুল ঘন আর কোমল হবে।

 

 

সমপরিমাণ লেবু ও আমলকীর রস মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। তারপর ২০-২৫ মিনিট রেখে শুকিয়ে নিন।শুকিয়ে গেলে হালকা গরম জল ও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুল সিল্কি এবং নরম হবে।

 

 

চুলের যত্নে টকদই এর কোন বিকল্প নেই। টক দই( yogurt) এর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে মাথার খুশকি চলে যায় এবং আপনার Hair হয়ে উঠে সিল্কি ও প্রাণবন্ত। এককাপ টকদই এর সাথে একটি লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন।

 

Image source-google