এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তদন্তে এবার শিলিগুড়িতে সিবিআই তল্লাশি অভিযান শুরু হল।মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে।অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattacharya) নাম ছিল।সেই অভিযোগের তদন্ত করতে এবার ময়দানে নেমে পড়লো সিবিআই।

বুধবার সকাল দশটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারীরা শিলিগুড়িতে এসে পৌঁছায়।দু’টি দলে ভাগ হয়ে দু’জায়গায় তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা।একটি দল উপাচার্যের দফতরে যায়।আরেকটি দল তাঁর বাসভবনে যায়।এদিন তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় এদিন দফতরের বাইরে থাকা সমস্ত কর্মীদের মোবাইল জমা নিয়ে নেন সিবিআই আধিকারিকরা,যাতে কারোর সাথে তারা যোগাযোগ করতে না পারে।

অন্যদিকে এদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে সুবীরেশের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।আলমারিতে তালা দেওয়া হয়।পাশাপাশি সিল করে দেওয়া হয় তাঁর ফ্ল্যাট।উল্লেখ্য,সুবীরেশ ভট্টাচার্য ৪ বছরের বেশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন।হাই কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির দেওয়া রিপোর্টে জানানো হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে।তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি বলে অভিযোগ।

বাগ কমিটির সেই রিপোর্টেও উল্লেখ ছিল সুবীরেশের নাম।যদিও বিষয়টি নিয়ে এর আগে প্রতিক্রিয়া সুবীরেশ ভট্টাচার্য জানান,-‘চেয়ারম্যান থাকাকালীন কোনও আপস করিনি।আগের নিয়মেই আমার সময়কালে প্রার্থী শুধু নিজের র‍্যাঙ্ক দেখবেন এই পদ্ধতি চালু করেছিলাম। কাউন্সেলিংয়ের সময় সবার ব়্যাঙ্ক টাঙানো হত।২০১৮ সালের জুলাই পর্যন্ত আমি চেয়ারম্যান ছিলাম। তখন দুর্নীতি হয়নি।’ এখন শেষ পর্যন্ত কি হয় সেদিকে নজর সবার।

 

আরো পড়ুন:Bratya Basu:সোমবারই এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর!