করোনা আক্রান্ত ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে আপাতত কিছু দিন নিভৃতবাসে থাকবেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার আগে করোনা পরীক্ষা করানো হয়, তাতেই দ্রাবিড়ের ফল পজিটিভ ধরা পড়ে দ্রাবিড়ের।
২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ । ২৮ অগস্ট প্রথম ম্যাচ খেলবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে । তার আগে দ্রাবিড়কে (Rahul Dravid) দলে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলীর মত দলে থাকা বাকি খেলোয়াড়রা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহি রওনা দেবে ভারতীয় দল বলেই জানানো হয়েছে। সূত্রের খবর, বোর্ডের তরফে জানানো হয়েছে, “এখনই দলের সঙ্গে যাবেন না দ্রাবিড়। তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরেই যেতে পারবেন তিনি।” তবে কে যাবে দলের সাথে তা নিয়ে বিরাট দুশ্চিন্তার মধ্যে ভারতীয় দল।
আরও পড়ুন: Sania Mirza: অবসর নিয়ে মত পরিবর্তন হল সানিয়ার!
জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচ দ্রাবিড়কে (Rahul Dravid)। তাঁর বদলে শিখর ধবন, শুভমন গিল, লোকেশ রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।