কীভাবে চলবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ছাড়া বীরভূমের কাজ?সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার কলকাতায় বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর সামনের দু’টি কর্মসূচি।তারপরেই বৈঠকে বসবেন অভিষেক।রবিবার সিউড়িতে তৃণমূলের মহকুমা বৈঠকের পর এমনি কথা জানান জেলা নেতারা।

মূলত বীরভূম এখন কার্যত বেতাজ বাদশাহীন।অনুব্রতর সিংহাসনও পড়ে রয়েছে খালি। তাই দলও চাইছে যত দ্রুত এই জেলার দায়িত্ব কাউকে দিতে।আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই হতে পারে এই বৈঠক। অনুব্রতর গ্রেফতারির পর একবার বৈঠকে বসেছিল বীরভূম জেলা নেতৃত্ব। সেই বৈঠকে অনুব্রতর চেয়ার আনা হয়েছিল। ফাঁকা রাখা হয়েছিল চেয়ারটি। তবে রবিবারের বৈঠকে সেই চেয়ার আনা হয়নি।

আগামী ২৪ আগস্ট বোলপুরে বিক্ষোভ করবে তৃণমূল। ২৫ আগস্ট থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যা।জেলা নেতাদের দাবি, সম্ভবত আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই কলকাতায় অনুব্রত মণ্ডলহীন জেলা নেতৃত্বকে নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা করবে রাজ্য তৃণমূল।

 

আরো পড়ুন:Anubrata Mondal:’কেষ্টা বেটাই চোর’ আমুলের বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ!