মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানু এবং বাঙালি ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। সে দেশে সাড়ে তিন সপ্তাহের প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার জন্য তাঁরা সেখানে পাড়ি দেবেন।
আমেরিকায় চানুর সঙ্গে থাকবেন এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদকজয়ী অচিন্ত্য শিউলি (Achinta Sheuli), জেরেমি লালরিননুঙ্গা, সঙ্কেত সাগর, বিন্দ্যারানি দেবী, গুরদীপ সিংহ, ২০১৮ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন আর ভি রাহুল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ঝিলি ডালাবেহারা। সুত্রের খবর, সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের হেড কোচ বিজয় শর্মা বলেছেন ‘‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ২৩-২৪ দিন থাকব। এখন ওখানে মরসুম নয়। তাই আমরা শক্তি বাড়ানোর দিকেই জোর দিতে চাই।’’
আরও পড়ুন: Asia Cup 2022: এশিয়া কাপে পাকিস্তানের ভয় কোহলীকে! কি বললেন
অন্যদিকে কমনওয়েলথ গেমসে কনুইয়ের চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে সাগরকে। তাঁকে থাকতে হবে রিহ্যাবে। এ বিষয়ে ভারতের হেড কোচ বলেছেন ‘‘গুরদীপের কব্জিতে সমস্যা রয়েছে। সঙ্কেতের পুরো রিহ্যাব প্রয়োজন। আমরা চাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে যেন সবাই পুরোপুরি ফিট হয়ে ওঠে,’’