বিরাট কোহলীর (Virat Kohli) ব্যাটে রান নেই প্রায় তিন বছর হল। টি-টোয়েন্টি ক্রমতালিকায় নেমে গিয়েছেন ৩২ নম্বরে। তবু সেই বিরাটকেই ভয় পাচ্ছেন ইয়াসির শাহ। তাই পাক স্পিনার সতর্ক করেছেন বাবর আজমদের। তাঁর পরামর্শ, এশিয়া কাপে কোহলীকে যেন হাল্কা ভাবে না নেয় পাকিস্তান। কেননা, যে কোনও দিন তিনি বড় রান করতে পারেন।

সুত্রের খবর, ইয়াসির একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘‘আমি বাবরদের বলব কোহলীকে (Virat Kohli) হাল্কা ভাবে না নিতে। হতে পারে অনেক দিন ধরে ও রান পাচ্ছে না। কিন্তু কোহলী বিশ্বমানের ক্রিকেটার। তাই যে কোনও দিন ও রানে ফিরতে পারে।’’

আরও পড়ুন: Praful Patel: অবশেষে মুখ খুললেন প্রফুল্ল পটেল, কি বললেন তিনি

এশিয়া কাপের আগে ভারত কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। কারণ, চোটের কারণে ছিটকে গিয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ওভারে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আউট করে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। পরে কোহলীর (Virat Kohli) উইকেটও নিয়েছিলেন শাহিন।