এবারের এশিয়া কাপের আগে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে শাকিব আল হাসানকে (Shakib Al Hasan)। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের নেতা। শাকিব দলকে নিয়ে বেশি আশা করছেন না এশিয়া কাপে। নিজেদের এখনও শিশু বলছেন তিনি।
ইতিমধ্যেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সুত্রের খবর, শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদমাধ্যমে শাকিব (Shakib Al Hasan) বলেন, ‘‘এক জন শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে এক পা, দু’পা করে এগোয়। আমরাও এখন শিশু। আশা করছি এক পা, দু’পা করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোব।’’
আরও পড়ুন: Saba Karim: ভারতীয় দলকে কটাক্ষ করে কি বললেন সাবা করিম
পাশাপাশি শাকিব (Shakib Al Hasan) আরও বলেন, ‘‘২০০৬ সালে আমরা প্রথম টি-টোয়েন্টি খেলেছিলাম। তার পর থেকে ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠা ছাড়া ভাল ফল হয়নি। আমরা অনেক পিছিয়ে আছি। তাই নতুন করে শুরু করা ছাড়া কোনও উপায় নেই।’’ যোগ করেন, ‘‘যদি কেউ মনে করে এক দিনে সব বদলে দেব তা হলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমার শুধু একটাই লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি নিচ্ছি। যদি বিশ্বকাপে ভাল খেলতে পারি তবেই বুঝব আমরা ঠিক পথে এগোচ্ছি।’’