ইতিমধ্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সিরিজ জিতেছে ভারত। কিন্তু ভারতের এই জয়ে খুশি নন সাবা করিম (Saba Karim) । ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করা উচিত ছিল। তা হলে এশিয়া কাপের আগে ব্যাটাররা নিজেদের দেখে নিতে পারত। নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে না পারলে কোনও দিন সাফল্য আসবে না বলে দাবী তাঁর। এ ভাবে খেললে বিশ্বকাপ জেতা মুশকিল বলেও তিনি মনে করছেন।
সুত্রের খবর, দ্বিতীয় ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাবা (Saba Karim) বলেন, ‘‘আশা করেছিলাম ভারত প্রথমে ব্যাট করবে। কিন্তু সেটা করল না। এখানে পরে ব্যাট করা অনেক সহজ। রাহুলরা সেটাই করছে। ওরা নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলছে না। এ রকম করলে হবে না। নিজেদের চ্যালেঞ্জ করতে হবে।’’
আরও পড়ুন: Harry Kane: হ্যারি কেনের নতুন কীর্তি
সাবা (Saba Karim) পরামর্শ দিয়েছেন রক্ষণাত্মক মানসিকতা থেকে ভারতীয় ক্রিকেটারদের বেরিয়ে আসার। নইলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই সমস্যায় পড়তে হবে দলকে। এ বিষয়ে সাবা বলেন, ‘‘রক্ষণাত্মক মানসিকতার জন্যই গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলাম। এ ভাবে খেললে এ বারও বিশ্বকাপ জেতা হবে না। প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করতে হবে। তবেই সাফল্য আসবে।’’