ফের এক নতুন নজির গড়ল ভারত। এবার এক দিনের ক্রিকেটে একটি মাঠে সব থেকে বেশি টানা ম্যাচ জেতার রেকর্ড গড়ল ভারত। পিছনে ফেলে দিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবোয়ের হারারে স্টেডিয়ামে টানা ১১টি ম্যাচ জিতল ভারত। শনিবার লোকেশ রাহুলের নেতৃত্বে সিরিজ জয়ের সঙ্গে রেকর্ডও গড়ল তারা। (Ind vs Zim)

সবথেকে বেশি একটি মাঠে ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। শারজার মাঠে ১৯৯০ সালে টানা ১০টি এক দিনের ম্যাচ জিতেছিল পাক ক্রিকেট দল। অন্যদিকে ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে ব্রিসবেনে টানা ন’টি এক দিনের ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৩ সাল থেকে ভারত জিম্বাবোয়ের হারারেতে টানা জিতে চলেছে। (Ind vs Zim)

আরও পড়ুন: Asia Cup 2022: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

শনিবার টস জিতে জিম্বাবোয়েকে (Ind vs Zim) ব্যাট করতে পাঠায় ভারত। ১৬১ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। পাঁচ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের প্রথম ম্যাচেই ভারত জিতেছিল ১০ উইকেটে। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। একটি ম্যাচ জিতলেই জিম্বাবোয়েকে চুনকাম করবে ভারত।