বিরাট কোহলী (Virat Kohli) ব্যাটে রানে খরা চলছে প্রায় তিন বছর হয়ে গেল। তবু মাঠে নামলে তাঁর থেকে শতরান আশা করেন প্রত্যেকেই। গত তিন বছরে শতরান না পেলেও কোহলীর ব্যাট থেকে গুরুত্বপূর্ণ ইনিংস দেখা গিয়েছে। আর এই প্রসঙ্গেই জাতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চহাল এবার মুখ খুললেন। তিনি জানালেন, কোহলীর থেকে সব সময় শতরানের প্রত্যাশা না করে ছোটখাটো ইনিংসগুলিকেও দেওয়া হোক গুরুত্ব।
সুত্রের খবর, চহাল বলেছেন, “কোহলীর (Virat Kohli) মতো টি-টোয়েন্টিতে ৫০-এর উপর গড় আর কার আছে? দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ৭০-এর উপর শতরান রয়েছে। আসলে আমরা ওর শতরানের বাইরে কিছু ভাবতেই পারি না। ৬০-৭০ রানের যে মূল্যবান ইনিংসগুলো ও খেলেছে, সেগুলো মোটেই ভুলে যাওয়ার মতো নয়।”
আরও পড়ুন: Virat Kohli: কোহলীকে নিয়ে কি বললেন প্রাক্তন ব্যাটার গ্রেম স্মিথ
এছাড়াও চহাল জানিয়েছেন, খারাপ ছন্দে থাকলেও কোহলীর (Virat Kohli) বিরুদ্ধে বল করতে যে বোলাররা ভয় পান, সেটাও । তিনি বলেছেন, “যদি কোহলী ক্রিজে থাকে এবং ওর ১৫-২০ রান হয়ে যায়, তা হলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি ওকে কেউ বল করার সাহস পাবে না।”