টেস্ট ক্রিকেটের উন্নতিতে ভারতেরই রয়েছে সবচেয়ে বেশি অবদান। আর সেই উন্নতি হয়েছে বিরাট কোহলীর (Virat Kohli) হাত ধরে। এমনটাই বললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ। স্মিথের মতে, আগামী দিনে পাঁচ-ছ’টির বেশি দেশকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না।
সুত্রের খবর, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন স্মিথ বলেছেন, “এখন টেস্ট ক্রিকেটে কী চলছে দেখুন। ঐতিহ্যশালী দেশ বা বড় ক্রিকেটীয় দেশগুলিই টেস্ট ক্রিকেট খেলছে।” যদিও আইসিসি-র সদ্য প্রকাশিত ফিউচার ট্যুরস প্রোগ্রাম বলছে, জিম্বাবোয়ে বাদে আফগানিস্তান এবং বাংলাদেশ বহু টেস্ট ম্যাচ খেলবে।
আরও পড়ুন: Vinod Kambli: চাকরি পাওয়া মাত্রই মদ্যপান ছেড়ে দেবেন কাম্বলি
স্মিথের মতে, বাকিদের থেকে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত। তিনি বলেছেন, “বিরাট কোহলীর (Virat Kohli) নেতৃত্বে ভারত অনেক গুরুত্ব দিয়ে টেস্ট ক্রিকেট খেলেছে। দারুণ ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলী। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে গেলে কখনওই ১০, ১২, বা ১৪টি দলের লড়াই দেখতে পাবেন না। সেই পাঁচ-ছ’টা দেশের মধ্যেই টেস্ট ক্রিকেট ঘোরাফেরা করবে।”