সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসছেন (Sekh Hasina) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৬থেকে ৮তারিখ অবধি তিনি ভারতে থাকতে পারেন। বিখ্যাত আজমির শরীফ দরগায় যাবেন তিনি।

উল্লেখ্য এর আগেও হাসিনা আজমির শরিফে গিয়েছেন। ২০১৭ সালে হাসিনা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর দিয়েছিলেন ।

তিনি ২০১০ সালেও দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার সময়েও মাজারটি পরিদর্শন করেন। হাসিনা ২০০৯ সাল থেকে টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও জিতেছেন।

বাংলাদেশ ভারতের অন্যতম বন্ধু দেশ তাই হাসিনার এই ভার‍ত সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে মোদী সরকার।

জানা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina) ৫-৭সেপ্টেম্বরের মধ্যে

যে কোনো সময় ভারত সফর করবেন এবং দুই থেকে তিন দিন এখানেই থাকবেন আর সেই সময়েই এই পাওয়ার স্টেশনের উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এই সফরেই একসঙ্গে যৌথ ভাবে উদ্বোধন করতে পারেন ১৩২০ মেগাওয়াট পাওয়ারে মৈত্রী সুপার

থার্মাল পাওয়ার স্টেশনের। এই খবরকে কেন্দ্র করে সাজসাজ রব দুই দেশেই। শেখ হাসিনার ভারত সফর যেন এই খবরকে আরও মাত্রা দিয়েছে।

জানা গেছে বাংলাদেশের সর্ববৃহত্‍ বিদ্যুত্‍কেন্দ্র হিসেবে বিবেচিত, কয়লাভিত্তিক স্টেশনটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ

পাওয়ার কোম্পানি লিমিটেড, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে যৌথ উদ্যোগ।

এই গোটা প্রকল্পটিতে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়েছেন।