শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha)।

বেশ কয়েকবার তাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে। আর তারপরেই এই নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা।

তল্লাশি চলে পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনেও। সেখান থেকেই খোঁজ মেলে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের।

অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫০ কোটি টাকা সহ সোনার গয়না এবং বহু সম্পত্তির দলিল।

পার্থ চট্টোপাধ্যায় (Partha) এবং তাঁর বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করে ইডি। তবে আজ তাদের জেল হেফাজত শেষ হচ্ছে। পুনরায় তাদের তোলা হবে আদালতে।

গত ৫ই অগাস্ট ব্যাঙ্কশাল আদালতের তরফ থেকে নিয়োগ দুর্নীতি এবং আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

আজ সেই মেয়াদ শেষ হতে চলেছে । যার কারণে তাদের দুজনকে ফের আদালতে পেশ করা হবে আজ।

পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে

পারেন ইডি আধিকারিকরা, এমনটাই বলছে সূত্র। অন্যদিকে তাদের আইনজীবীরাও জামিনের আবেদন করতে পারেন বলে সম্ভাবনা।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সির সংশোধনাগারে এবং অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর মহিলা সংশোধনাগারে।

সেখানে গিয়েই তদন্তকারী ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে। এছাড়াও সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ পর্ব রেকর্ড করা হচ্ছে বলে খবর ইডি সূত্রে।

উল্লেখ্য, অর্পিতার বেলঘড়িয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে দু-দফায় মোট প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না। যদিও পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই টাকা তাঁর নয়।

অন্যদিকে অর্পিতার দাবি, পার্থবাবুর কর্মচারীরাই ফ্ল্যাটে টাকা রেখে যেতেন।

তবে সেই টাকায় কোন অধিকার ছিল না অর্পিতার। কাজেই এই কোটি টাকার কাণ্ডের শিকড় বহুদূর বিস্তৃত এমনটাই মনে করছে ইডি।