পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে এবার মালবাজার যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ বাকরা জানান,সেপ্টেম্বর মাসে সভা করবেন তিনি মালবাজারে।

মূলত দলের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে চাইছে তৃণমূল। উত্তরবঙ্গের চা বলয়ে বিজেপির একটা বড় শক্তি হল শ্রমিকদের সংগঠন। জলপাইগুড়ি জেলায় বিজেপির একটা শক্তিশালী গড় হল চালসা চা বাগান। এই পরিস্থিতিতে আগামী মাসে উত্তরবঙ্গের একাধিক চা বাগানে প্রস্তুতি বৈঠক করার পরিকল্পনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জানা যাচ্ছে,মোট ৭৮ টি চা বাগানে তিনি প্রস্তুতি বৈঠক করবেন।ইতিমধ্যে আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ির মোট ১৬৬ টি চা বাগানে শুরু হয়েছে গেট মিটিং। যা চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। তারপর ৯ ই ও ১০ই সেপ্টেম্বর মালবাজার চা বাগান সংগঠনের সম্মেলন রয়েছে। ১০ ই সেপ্টেম্বর মালবাজার ন্যাশনাল ক্লাব ময়দানে রয়েছে প্রকাশ্য সমাবেশ। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একদিকে রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্প, বিনামূল্যে রেশন সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সরব হতে পারেন বন্ধ চা বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতের অর্থ না পাওয়া সহ একাধিক বিষয় নিয়ে। চা বলয়ে বসে যাওয়া ভোটব্যাঙ্ক আবার ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সেই উদ্দেশ্যেই মালবাজার সফর করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরো পড়ুন:Mamata Banerjee:রাজধানীতে মোদী মমতা সাক্ষাৎকারে যে বিষয়গুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী!