রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মুদ্ধ করেছে রস টেলরকে। নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ দ্রাবিড়কে নিয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। ভারতে দ্রাবিড়ের যে জনপ্রিয়তা সেটা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন টেলর। ২০১১ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন টেলর। সেই সময় রাজস্থান দলে ছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। সেই সুবাদেই তাঁকে কাছ থেকে দেখেছেন টেলর। দ্রাবিড়ের সঙ্গে এক বার জঙ্গল সাফারিতে গিয়েছিলেন টেলর। আর তখনই ভারতের প্রাক্তন অধিনায়কের জনপ্রিয়তার আন্দাজ করতে পেরেছিলেন তিনি।
সুত্রের খবর, টেলর লিখেছেন, ‘আমরা কয়েক জন জঙ্গল সাফারিতে গিয়েছিলাম। ভাগ্যক্রমে একটা বাঘ দেখতে পেয়েছিলেন। আমাদের থেকে ১০০ মিটার দূরে দাঁড়িয়েছিল সেটা। বাঘ দেখার জন্য দ্রাবিড় জিপ থেকে মাথা বার করতেই আমি দেখি, আশপাশের গাড়ি থেকে সবাই বাঘ না দেখে দ্রাবিড়কে (Rahul Dravid) দেখছে। সব ক্যামেরা দ্রাবিড়ের দিকে তাক করা। আসলে জঙ্গলে তো ৪ হাজার বাঘ আছে। কিন্তু পৃথিবীতে একটাই দ্রাবিড় আছে।’
আরও পড়ুন: Asia Cup 2022: এশিয়া কাপে ভারতকে নিয়ে কি বললেন পাকিস্তানের আকিব জাভেদ
পাশাপাশি তিনি আরও লেখেন, ‘মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে একটা ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাই। ম্যাচের পরে গোটা দলের সামনে রাজস্থানের এক মালিক এসে আমাকে বলে, তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য নিয়ে আসিনি। তার পরেই আমাকে তিন-চার বার চড় মারে।’