উলুবেড়িয়ার নিমদীঘির সাঁতারু তাহরিনা নাসরিন (Tahrina Nasrin)। এবার তিনি পার করলেন জিব্রাল্টার প্রণালী। স্পেনের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২ টা ৩৩ মিনিটে জিব্রাল্টার প্রণালী পার করেন তাহরিনা।
তহরিনার (Tahrina Nasrin) তারিফা (সি ওরিডিজ) থেকে মরক্কো পর্যন্ত ১৫.১ কিলোমিটার জিব্রাল্টার প্রণালী পার করতে সময় লেগেছে ৪ ঘন্টা ২৩ মিনিট। বৃহস্পতিবার তিনি সকাল ১০ টা ১০ মিনিটে স্পেনের তারিফা দ্বীপ থেকে সাঁতার শুরু করেন। দুপুর ২ টো ৩৩ মিনিটে মরোক্কোতে তার সাঁতার শেষ হয়। জিব্রাল্টার প্রণালী জয় করে অত্যন্ত খুশি তাহরিনা। তিনি এই সাফল্য উৎসর্গ করেছেন প্রয়াত সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য এবং ও বাবা আফসার আহমেদকে।
আরও পড়ুন: Ishan Kishan: এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি, ফলে ইঙ্গিতপূর্ণ পোস্ট ঈশানের
এর আগে একাধিক প্রণালী পার হয়েছেন তহরিনা (Tahrina Nasrin)। ২০১৫ সালে ইংলিশ চ্যানেল জয় করেন। জিব্রাল্টার প্রণালী জয়ের আগে তাঁকে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল। ২০১৮ সাল থেকে তিন বার আবেদন করেও স্পেনের ভিসা পাননি তিনি। পরে দিল্লি গিয়ে অনেক চেষ্টা করে পান ভিসা।