এবারের এশিয়া কাপের (Asia Cup 2022) দল ঘোষণা করা হল। প্রত্যাশিত ভাবেই দলে ফিরলেন বিরাট কোহলী। সাম্প্রতিক কালে বেশ কিছু সিরিজে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এশিয়া কাপের দলে আবার তাঁকে দেখা যেতে চলেছে। সোমবার ১৫ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। সেই দলে নেওয়া হয়েছে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ ক্রিকেটারকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও সুযোগ পেয়েছেন। চোটের কারণে দলে জায়গা পেলেন না যশপ্রীত বুমরা। মহম্মদ শামিকেও দেওয়া হল বাদ।
কোহলীকে শেষ দেখা গিয়েছিল ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নেন তিনি। আসন্ন জিম্বাবোয়ে সফরেও নেই। এমনিতেই বহু দিন ধরে তাঁর ব্যাটে বড় রান নেই। এমন অবস্থায় ক্রিকেটপ্রেমীদের আশা, এশিয়া কাপে (Asia Cup 2022) জ্বলে উঠবেন কোহলী। সামনে পাকিস্তান থাকলে এমনিতেই তাঁকে ভালো ছন্দে দেখা যায়। এশিয়া কাপে তিন বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হতে পারে ভারতকে।
আরও পড়ুন: Achinta Sheuli: ঘরে ফিরলেন বাংলার ‘সোনার ছেলে’ অচিন্ত্য
এশিয়া কাপের (Asia Cup 2022) পুরো দলে রয়েছেন – রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ এবং আবেশ খান।