রাজ্যের স্কুল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় (Partha) নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির

উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির নাম। তদন্তে নেমে ইডি আধিকারিকরা প্রতিদিনই নতুন নতুন সম্পত্তি, তথ্য খুঁজে পাচ্ছেন।

ইডি হেফাজতে রয়েছেন দু’ জনেই। এবার তদন্তকারী আধিকারিকদের

নজরে এই দু’ জনের ঘনিষ্ঠরা। সূত্রের খবর সেই রেশ ধরেই এবার তলব হয়েছে সুদূর আমেরিকায়।

পার্থ চ্যাটার্জির মেয়ে সোহিনী ভট্টাচার্য, এবং জামাই কল্যাণময় ভট্টাচার্য। জানা গিয়েছে এই মুহূর্তে তাঁরা আমেরিকায়। তবে সূত্র বলছে এবার ইডির নজর এই দুই নামের দিকেই।

আর ঠিক সেই কারণেই তলব করা হয়েছে দুজনকে। গতকাল পার্থ

অর্পিতাকে জেরার পরেই মেল গিয়েছে ভট্টাচার্য দম্পতির কাছে। দ্রুত আমেরিকা থেকে কলকাতা আসার জন্য পাঠানো হয়েছে মেল।

উল্লেখ্য, আজ শুক্রবার ফের আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে। তাঁর আগে তাঁদের নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য।

স্কুল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগিয়েছে, তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে ততোধিক তথ্য।

অর্পিতা মুখার্জির নামে বহু ফ্ল্যাট, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা, গয়না সহ বহু গুরুত্বপূর্ন নথি এবং একাধিক সংস্থার হদিশ পেয়েছে ইডি।

সেগুলি মিলিয়ে, এবং দুজনকে জেরা করার পর উঠে আসা তথ্য নিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন আধিকারিকরা।

যদিও ইতিমধ্যে পার্থ চ্যাটার্জি (Partha) এবং অর্পিতা মুখার্জি দুজনেই দাবি করেছেন উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি নগদ তাঁদের নয়।

পার্থ বলছেন অর্থ তাঁর নয়, অর্পিতা বলছেন তাঁর অনুপস্থিতিতে হয়েছে এই কাজ।

তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দুজনের একাধিক ঘনিষ্ঠ পরিজন, আত্মীয়দের জেরা করার কথা ভাবা হচ্ছে বলেই খবর সূত্রের।