বিজেপিতে(BJP) যোগদান ভুল ছিল বলে বিস্ফোরক হন বাংলা ছবির ‘ছোট বউ’। অভিনেত্রী দেবিকা সংবাদমাধ্যমের সামনে বলেন,

‘মোদিজিকে দেখে আমি বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলাম। রাহুল সিনহার হাত ধরে যোগ দিয়েছিলাম বিজেপিতে।

ওঁরা আমায় পুরভোট (২০১৫) ও বিধানসভা ভোটে (২০১৬) প্রার্থীও করেন।ভোটে হেরে গেলেও সে সময় দলের এক নেতা বলেছিলেন, যা ভোট পেয়েছো, যথেষ্ট।

সেই সময় লকেট-রূপাও হেরে গিয়েছিলেন নিজেদের কেন্দ্রে। তারপর দলের জন্য কত পরিশ্রম করেছি। কিন্তু, এবার বিধানসভা নির্বাচনে টিকিট দিল না। আমি বঞ্চিত হলাম।’

উল্লেখ্য, ২০১৫ সালে কলকাতা পুরভোটে ১০৯নং ওয়ার্ডে দেবিকাকে প্রার্থী করেছিল বিজেপি(BJP)। পরের বছর বাদুড়িয়ায় বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কিন্তু দুর্ভাগ্যবশত দুই নির্বাচনেই হেরে যান দেবিকা। বিজেপি প্রসঙ্গে দেবিকা দেবী আরও বলেন, ‘যখন টিকিট দেওয়া আমায় উচিত ছিল, তখন আমাকে দিল না।

আমার কাছে এটা খুব খারাপ লেগেছে। যাঁরা নতুন, তাঁরা হিসসা করে টিকিট পেয়ে গেলেন।

কেউ কেউ নাকি আবার অনলাইনে টিকিট পেয়েছেন। অনেক শিল্পী রয়েছেন এই তালিকায়, যাঁরা বিজেপির জন্য পরিশ্রম করেননি, তাঁরা টিকিট পেয়েছেন, আবার ১ কোটি টাকা করে পেয়েছেন।

আমি হলফ করে বলতে পারি যে প্রার্থীপদ নিয়ে টাকার লেনদেন হয়েছে। ভিতরে পুরো টাকার খেলা হয়েছে’।