পাক অধিনায়ক বাবর আজমের ঠিক পরেই রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বাবরের সংগ্রহ ৮১৮ পয়েন্ট। আর ভারতীয় ব্যাটারের ৮১৬ পয়েন্ট।
সূর্যকুমারের (Suryakumar Yadav) টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় ২০২১ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই হিসাবে দেড় বছরের মধ্যেই আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন। অভিষেকের পর থেকেই ভালো ছন্দে রয়েছেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। সেই দু’টি ম্যাচেও ছন্দ ধরে রাখতে পারলে বাবরকে টপকে শীর্ষে উঠে আসতে পারেন তিনি। প্রসঙ্গত, গত ইংল্যান্ড সফরে ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেন তিনি।
আরও পড়ুন: Rohit Sharma: ম্যাচ জিতে কি প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা!
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে সূর্যকুমার (Suryakumar Yadav) ছাড়া আর কোনও ভারতীয় নেই। তাঁর পর ঈশান কিশন ১৪, রোহিত শর্মা ১৬ এবং লোকেশ রাহুল ২০ নম্বরে রয়েছেন। পাশাপাশি বিরাট কোহলী আরও এক ধাপ নেমে ২৮ নম্বরে রয়েছেন।