জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পাচ্ছে নতুন অধিনায়ক। নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত (Mosaddek Hossain)। দলের তরফে এ কথা জানানো হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহন। ফলে তাঁর জায়গায় তৃতীয় ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যাবে মোসাদ্দেককে।
এখনও পর্যন্ত জাতীয় দলে কোনও দিন নেতা হননি মোসাদ্দেক (Mosaddek Hossain)। দু’টি ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডারের অধিনায়ক তিনি। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। অভিজ্ঞতা থাকার কারণেই বেছে নেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন: Ind vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ম্যাচের সময় গেল বদলে
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দারুণ বল করেছিলেন মোসাদ্দেক (Mosaddek Hossain)। চার ওভারে ২০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। সাত উইকেটে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ে জিতেছে ১৭ রানে।