বর্তমানে লাগামছাড়া পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি।ক্রমেই বেড়ে চলছে রান্নার গ্যাসের দাম।এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও মুড়ির উপর জিএসটি বসানোর প্রতিবাদে পথে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
গরুর গাড়িতে চেপে মিছিল করলেন তিনি। সঙ্গী হলেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক।মিছিল থেকেই তিনি সিপিএম এবং বিজেপিকে সামাজিক বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক।
রবিবার দুপুর নাগাদ কামারহাটি থেকে ওই মিছিল শুরু হয়। যা ছিল অভিনব প্রতিবাদের মিছিল। গরুর গাড়িতে ছিল রান্নার গ্যাসের একটি কাটআউট। গরুর গাড়িটিতে ছিলেন মদন মিত্র সহ আরও একাধিক কর্মী সমর্থকেরা। সাথে পিছনে বাইকে করে দলে দলে প্রচুর কর্মী সমর্থকেরা যোগ দিয়েছিলেন এই মিছিলে। কারোর হাতে দেখা গিয়েছিল দলীয় পতাকা তো আবার কারোর হাতে দেখা গিয়েছিল মুড়ি। কামারহাটি থেকে ডানলপ পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয় এদিন।
মিছিলের পর মদন মিত্র (Madan Mitra) বলেন, “রান্নাঘরে আগুন। সিপিএম-বিজেপি সাগর দত্তে ঢুকে অসভ্যতা করছে। ডান্ডা হাতে ঘুরছে। অত্যাচার করছে, এসব মেনে নেওয়া হবে না। তবে আজকের মিছিল মূল্যবৃদ্ধি, জিএসটির প্রতিবাদে। এরপরই সিপিএম-বিজেপিকে সামাজিক বয়কটের হুঁশিয়ারি দেন মদন। বলেন, “মানুষ ওদের সামাজিকভাবে বয়কট করবে। দোকানে গেলে জিনিস দেবে না। বলবে বাড়ির বাচ্চাদের পাঠান। বাসে উঠতে দেবে না।”
আরো পড়ুন:GST : প্রয়োজনীয় সামগ্রীতে ৫ শতাংশ জিএসটি! কী বলছেন সীতারমণ