পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে রয়েছে তিনটি কোম্পানি। এর মধ্যেই দুটো কোম্পানির যোগাযোগের মাধ্যম হিসাবে দেওয়া রয়েছে একটি ইমেল আইডি।অর্পিতার নামের প্রথম তিনটি অক্ষর রয়েছে এই আইডিতে।এই মেল আইডি এখন ইডির নজরে।

প্রথমে বিষয়টা ইডি আধিকারিকদের অতটা নজরে না এলেও পরবর্তীতে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাট এর ঠিকানায় থাকা জামিরা সাবস্ক্রাইনের নথি ঘাঁটতে গিয়ে নজরে আসে গোয়েন্দাদের। ওই কোম্পানির নথিতে অর্পিতার ইমেইল আইডি এআরপি মাইমেল অ্যাট জিমেল ডট কম। সেই সূত্র ধরেই হদিশ মেলে আরও একটি কোম্পানির। তার নাম অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড। ওই কোম্পানিতে নথি অনুযায়ী কোথাও সরাসরি অর্পিতা মুখোপাধ্যায় যুক্ত নন। অন্তত খাতায়-কলমে। কিন্তু সেখানেও ব্যবহার করা হয়েছে অর্পিতার ওই ইমেইল আইডি।

একই রকম ভাবে ভিউমোর হাইরাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিতেও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) সরাসরি যুক্ত রয়েছেন এমন কোন নথিপত্র হাতে আসেনি ইডির কিন্তু অর্পিতার এই মেইল আইডিটি সেখানে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এতগুলি কোম্পানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের এই মেইল আইডি ব্যবহার করার বিষয়টি যথেষ্ট সন্দেহের চোখে দেখছেন ইডি আধিকারিকরা। যার জন্য এবার তারা আরও তথ্যের হদিশ পেতে এই ইমেইল আইডিটিকে বড় হাতিয়ার হিসেবেই কাজে লাগাবেন বলে মনে করা হচ্ছে । আর এই আইডিটি খতিয়ে দেখার জন্য ইডির তরফ থেকে গুগলের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। মূলত গুগলের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চান যে, এই মেইল আইডিটি আর কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এবং সেখানে কী কী তথ্যের আদান-প্রদান হয়েছে।

 

আরো পড়ুন:Partha Chatterjee:পার্থ-অর্পিতার ব্যাংক অ্যাকাউন্টে এবার ৮ কোটি টাকার সন্ধান দিল ইডি!