কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দ্বিতীয় সোনা জয় ভারতের। ভারোত্তোলনে এল পঞ্চম পদকটিও। জেরেমি লালরিন্নুঙ্গা সোনা এনে দিলেন ভারতকে। গেমস রেকর্ড সোনা জিতলেন তিনি। মীরাবাই চানুর পর ভারোত্তোলনে আরও একটি সোনা এল ভারতের।
জেরেমি প্রথমে ক্লিন ও জার্ক বিভাগে ১৫৪ কিলো তুলতে গিয়ে পায়ে চোট পান। কিন্তু সেই চোটও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ফিরে এলেন ১৬০ কিলো তুলতে। চোখেমুখে ব্যথার লেশমাত্র নেই। পায়ের চোট নিয়েই তুললেন। মোট ৩০০ কিলো তুললেন জেরেমি। গড়লেন গেমস রেকর্ড। তৃতীয় বার ১৬৫ কিলো তুলতে এসে ব্যর্থ হলেন। মাটিতে পড়ে গেলেন। যন্ত্রণায় ছটফট করছিলেন ১৯ বছরের তরুণ। (Commonwealth Games 2022)
আরও পড়ুন: Bangladesh vs Zimbabwe: টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়ের কাছে পরাজয় বাংলাদেশের
বছর চারেক আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। আর এ বার সোনা এল কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games 2022)। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ডও বটে।