শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’আমি ষড়যন্ত্রের শিকার।’ এরপরই এই ঘটনার বিষয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।এমনকি পার্থকে পরামর্শ পর্যন্ত দেন তিনি।

এদিন দিলীপবাবু সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে বলেন, ‘পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? উনি কোনও সাধারণ মানুষ নন। ওনার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা। উনি মন্ত্রী, এত বড় নেতা, পুরনো রাজনীতিবিদ, তাই লোকে এত টাকা ওকে দিয়েছিল। মানুষের বিশ্বাসটাকে রেখে বাংলার রাজনীতি যাতে কলুষমুক্ত হয় সেজন্য অন্তত বলা উচিত কারা চক্রান্ত করছে। এখন ফেঁসে গেছেন। সত্যি সত্যিই কেউ চক্রান্ত করে থাকলে বলা উচিত’।

এছাড়াও এদিন এদিন জোকা হাসপাতালে অর্পিতার কান্নায় ভেঙে পড়ার ঘটনা নিয়ে দিলীপবাবু বলেন, ‘উনিও ঘর থেকে বেরনোর সময় বলছিলেন বিজেপির চক্রান্ত। কান্নাকাটি করে তো আর বাঁচা যাবে না। যদি উনি দোষী না হয়ে থাকেন তাহলে ওনারও বলা উচিত যে ওনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। তাহলে হয়তো লঘু হতে পারে সাজা। নইলে আরও কঠোর সাজা হবে। উনি কান্নাকাটি না করে সত্য সামনে নিয়ে আসুন’।

 

আরো পড়ুন:Dilip Ghosh : স্কুল সার্ভিস কমিশন নিয়ে তোপ দিলীপ ঘোষের