প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান(MiG-21 Crash)। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে রাজস্থানের বার্মেরের কাছে। বৃহস্পতিবার রাত ৯:১০ নাগাদ আচমকাই বিমানটিতে আগুন ধরে যাওয়ায় বিমানটি ভেঙে পড়ে। ঘটনার সময় বিমানের দুজন চালক উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।

ওই দু’জন চালকেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এই ঘটনায়(MiG-21 Crash) ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘রাজস্থানের বার্মেরের কাছে আইএএফ-এর মিগ -২১-এর প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনাটি ঘটে। এতে দুই যোদ্ধাকে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরো জানিয়েছেন, ‘জাতির প্রতি তাঁদের সেবা কখনই ভোলা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেনা জানাচ্ছি।’

জানা যাচ্ছে ভারতীয় বায়ুসেনার তরফেও এই বিষয়টি বৃহস্পতিবার টুইট করে জানানো হয়। টুইটে বলা হয়, ‘রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমান। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বার্মের জেলায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।’

এছাড়াও আইএএফ এর তরফে শোক প্রকাশ করে জানানো হয়েছে যে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে। পাশাপাশি কেন এই দুর্ঘটনা(MiG-21 Crash) ঘটলো তার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন এবং এই দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।