এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করার কথা ছিল নীরজ চোপড়ার (Neeraj Chopra)। আর সেই সুযোগ হারিয়ে হতাশ অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলার।
কমনওয়েলথ গেমসে আরও এক বার তাঁর সঙ্গে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারসের লড়াইয়ের সুযোগ ছিল। বার্মিংহ্যামে গত দু’টি হারের বদলা নেওয়ারও সুযোগ হারালেন নীরজ (Neeraj Chopra)। কিন্তু সেই সুযোগ পরেও পাবেন। তিনি বেশি হতাশ বার্মিংহ্যামে জাতীয় পতাকা বহনের সুযোগ হাতছাড়া হওয়ায়। সুত্রের খবর, নীরজ তাঁর খারাপ লাগার কথা জানিয়ে নেটমাধ্যমে লিখেছেন, ‘খুব হতাশ লাগছে। নিজের খেতাব ধরে রাখতে পারব না। বেশি খারাপ লাগছে দেশের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ হারানোয়। ভারতীয় দলের পতাকা বহনের সম্মান পেয়েছিলাম। এই সুযোগ বার বার আসে না। সেটাও হারাতে হচ্ছে।’
আরও পড়ুন: Arun Lal: বাংলার নতুন কোচকে নিয়ে কী বললেন প্রাক্তন কোচ অরুণ লাল
পাশাপাশি নীরজ (Neeraj Chopra) আরও লিখেছেন, ‘আপাতত সুস্থ হওয়াই প্রধান লক্ষ্য। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারব। গত কয়েক দিনে সারা দেশের বহু মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছেন। প্রচুর ভালবাসা পেয়েছি। সকলকে ধন্যবাদ। সকলকে অনুরোধ করব একই ভাবে আমাদের অন্য অ্যাথলিটদেরও সমর্থন করুন আগামী সপ্তাহে বার্মিংহ্যাম গেমসে। জয় হিন্দ।’