বাংলা সিনিয়র দলের কোচ করা হল লক্ষ্মীরতন শুক্লকে (Laxmi Ratan Shukla)। মঙ্গলবার সিএবিতে বাংলার দলে কোচ হিসাবে ঘোষণা করা হল তাঁর নাম। তাঁর সহকারী হিসাবে রাখা হল সৌরাশিস লাহিড়ীকে।

সুত্রের খবর, মঙ্গলবার সিএবিতে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন লক্ষ্মী রতনই (Laxmi Ratan Shukla) কোচ হচ্ছেন। বাংলার দীর্ঘ দিনের সৈনিক লক্ষ্মী। বাংলার অধিনায়কও ছিলেন তিনি। এ বার নতুন দায়িত্ব পেলেন লক্ষ্মী। কোচ হয়ে লক্ষ্মী (Laxmi Ratan Shukla) বললেন, ‘‘চেষ্টা করব বাংলাকে সাফল্য দিতে। নতুন ধরনের চিন্তা-ভাবনা নিয়ে সামনের দিকে এগোতে চাই। অতীতে তাকাব না। অধিনায়ক হিসাবে সহজসরল ভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম, কোচ হিসাবেও সেটাই করতে চাই। সিএবি, দাদিকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) ধন্যবাদ।’’

আরও পড়ুন: Paddy Upton: প্যাডি আপটনকে ফিরিয়ে আনা হল ভারতীয় দলে

লক্ষ্মী রতন (Laxmi Ratan Shukla) দীর্ঘ দিন খেলেছেন বাংলার হয়ে। ১৯৯৭ সালে বাংলা দলে অভিষেক হয় তাঁর। ২০১৫ সাল পর্যন্ত বাংলার হয়ে খেলেছেন তিনি। ১৮ বছর বাংলার হয়ে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২১৭ রান করেন লক্ষ্মী। লিস্ট এ ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৯৭ রান। ক্রিকেট কেরিয়ারে মোট ১৩টি শতরান রয়েছে তাঁর। বল হাতে লিস্ট এ ক্রিকেটে ১৪৩টি উইকেট নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৭২টি উইকেট। বাংলাকে নেতৃত্বও দিয়েছেন লক্ষ্মী। ভারতের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।