ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলী, রোহিত শর্মাদের মানসিক শক্তি বাড়ানোর জন্য নিয়ে এল কোচ। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও ছিলেন এই কোচ। তিনি হলেন প্যাডি আপটন (Paddy Upton)। তাঁকেই ফিরিয়ে আনা হল। ওয়েস্ট ইন্ডিজ সফরেই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।
আপটনকে (Paddy Upton) দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সুত্রের খবর, বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “মানসিক শক্তি বাড়ানোর জন্য ভারতীয় দলে আনা হল প্যাডি আপটনকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।”
আরও পড়ুন: Neeraj Chopra: বড়ো ধাক্কা ভারতের,চোটের কারণে কমনওয়েলথ গেমসে নেই নীরজ
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভালো সম্পর্ক আপটনের (Paddy Upton)। ২০১০ সালে ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেনকে সাহায্য করতেন তিনি। সেই সময় দ্রাবিড় ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার। ভারতীয় দলে আপটনের আগেও মানসিক শক্তি বৃদ্ধির কোচ ছিল। জন রাইট যে সময় ভারতীয় দলের কোচ ছিলেন, সেই সময় এসেছিলেন মনোবিদ স্যান্ডি গর্ডন।