করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden)। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের তরফে এই খবর ঘোষণা করা হয়। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে ৭৯ বছরের জো বাইডেনের (Biden) শরীরে করোনার মাঝারি উপসর্গ দেখা গিয়েছে। তবে তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে নিজের কর্তব্য পালন করবেন বলে জানা যাচ্ছে।
হোয়াইট হাউসের তরফে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ”জো বাইডেনের দু’টি ভ্যাকসিন ও দু’টি বুস্টার ডোজ নেওয়া আছে এবং তাঁর মাঝারি উপসর্গ দেখা গিয়েছে।’
বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট (Biden) ফাইজারের অ্যান্টি কোভিড পিল প্যাক্সলাভিড নিতে শুরু করেছেন। বিবৃতিতে আরো বলা রয়েছে, ‘সিডিসি গাইডলাইন অনুযায়ী বাইডেন হোয়াইট হাউসে আইসোলেট রয়েছেন এবং সেখান থেকেই এই সময় তিনি তাঁর কর্তব্য ও ডিউটি করে যাবেন।’
উল্লেখ্য, বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি উপসর্গহীন ছিলেন। সংক্রমিত হওয়ার পরেই তিনি নিজেকে আইসোলেট করে নেন এবং বাড়ি থেকেই স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যান।