ভারতের পরের সিরিজ হবে জিম্বাবোয়েতে। সেখানে মোট তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজের তারিখ ঘোষণা হয়ে গেল। ছ’বছরে প্রথম বার জিম্বাবোয়েতে এক দিনের সিরিজ খেলতে যাবে ভারত।
অগস্ট মাসে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত।
ভারতের সেই তিনটি ম্যাচ হবে ১৮, ২০ এবং ২২ অগস্ট। তিনটি ম্যাচই হবে হারারেতে। ভারতের সেই দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল। সেই সিরিজে বিরাট কোহলী (Virat Kohli) খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Cheteshwar Pujara: অধিনায়ক হয়েই লর্ডসে শতরান পুজারার
সুত্রের খবর, এক সাক্ষাৎকারে নির্বাচক কমিটির এক সদস্য বলেন, “বিরাটকে (Virat Kohli) বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা যায় ও নিজেকে তরতাজা করেই ফিরতে পারবে। আসলে ম্যাচ না খেললে ছন্দে ফেরা কঠিন। সেই কারণে আমরা চাই জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাট খেলুক। এক দিনের ক্রিকেট বিরাট পছন্দ করে। আশা করছি এশিয়া কাপের আগে সেই এক দিনের ক্রিকেটে খেলেই ও ছন্দে ফিরবে। বিরাটকে নিয়ে দল নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”