সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। এ বার দলের অধিনায়ক হিসাবে শতরান করলেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের খেলায় মিডলসেক্সের বিরুদ্ধে লর্ডসে শতরান এল ভারতীয় ব্যাটারের ব্যাট থেকেই।
পুজারার (Cheteshwar Pujara) ব্যাটে ভর করে প্রথম দিন ভালো জায়গায় রয়েছে সাসেক্স। চার নম্বরে ব্যাট করতে নেমে সতীর্থ টম আলসোপের সঙ্গে ২১৯ রানের জুটি গড়েন পুজারা। টম ১৩৫ রান করে আউট হন। কিন্তু পুজারা নিজের খেলা চালিয়ে যান। শতরান করেন তিনি। ১০টি চার ও একটি ছক্কা মেরেছেন এই ডান হাতি ব্যাটার। প্রথম দিনের শেষে সাসেক্সের রান ৪ উইকেটে ৩২৮। পুজারা ১১৫ রান করে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: Asian Games 2023: স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেমস হবে চিনেই
মিডলসেক্সের বিরুদ্ধে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে পুজারাকে (Cheteshwar Pujara)। সাসেক্সের অধিনায়ক টম হেইনস লিস্টারশায়ারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে ডান হাতের কব্জিতে চোট পেয়েছেন। হাড় ভেঙেছে তাঁর। আপাতত পাঁচ থেকে ছ’সপ্তাহ ক্রিকেটের বাইরে তিনি। সাসেক্স তাঁর জায়গায় অন্তর্বর্তী অধিনায়ক হিসাবে পুজারার নাম ঘোষণা করেছে।