২১ জুলাই বিকেলে চারটেয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছে।
যেখানে লোকসভা ও রাজ্যসভার সব সাংসদরা হাজির থাকবেন । সেখানেই জানিয়ে দেওয়া হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৌশল কী হতে চলেছে।
ইতিমধ্যেই এনডিএ শিবির উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে চমক দিয়েছে।
ব্যক্তি জগদীপ ধনখড় নিয়ে তৃণমূলের বেশ কিছু নেতা তাদের ব্যক্তিগত মত পোষণ করলেও বাকি বিষয় নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন তারা।
বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায় জানিয়েছেন, ”রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন উনি।
বর্তমান রাজ্যপালের বদলে যিনিই বাংলার দায়িত্বে আসবেন, তিনি আমাদের সরকারকে সহযোগিতা করে চলবেন।”
প্রবীণ সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ”তৃণমূলকে উত্যক্ত করার পুরস্কার হিসেবে ওঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।”
২১ জুলাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকেই তৃণমূলের অবস্থান ঠিক করা হবে।
মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ জানিয়েছেন, ”উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনও মন্তব্য করছে না।
স্পষ্টভাবে বলছি, আমাদের সর্বভারতীয় সভানেত্রী আগামী ২১ তারিখ দলের সাংসদদের নিয়ে বৈঠক (Kalighat) ডেকেছেন। তাতে এই বিষয়টি নিয়ে
আলোচনা, পর্যবেক্ষণ, অবস্থান সব ঠিক হবে। তার আগে পর্যন্ত দল সব কিছুর দিকে নজর রাখছে, তবে কোনও মন্তব্য নয়।”
দলের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ”আপাতত আমরা ২১ জুলাই কর্মসূচী নিয়ে ব্যস্ত। দলনেত্রী বৈঠক ডেকেছেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই করা হবে।”