শ্রীলঙ্কার (Srilanka) চরম রাজনৈতিক ডামাডোলের মধ্যে আজ, বুধবার হতে চলছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া।
জানা গিয়েছে, পার্লামেন্টের সদস্যরা গোপনে ভোট পর্ব সারবেন।
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের অশান্তির আঁচ করতে পেরে জরুরি অবস্থা জারি করেছেন কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় (Srilanka) অর্থনৈতিক সংকটের পাশাপাশি চরম রাজনৈতিক সংকট চলছে দীর্ঘদিন যাবত্।
যার ফলে দেশবাসী বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি বেগতিক বুঝে প্রথমে নিজের বাসভবন, পরে দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
পরে বিদেশ থেকেই স্পিকারের কাছে পদত্যাগ পত্র পাঠান। সেই পদের প্রার্থী হিসেবে রয়েছে কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নাম। প্রার্থীপদ নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কাবাসী।
৭৩ বছরের বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে গোতাবায়ারই দল, এসএলপিপি।
বিক্রমাসিংহে বহুবার দেশের প্রধানমন্ত্রীর পদও সামলেছেন । তবে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে হার মেনেছেন দু’বার।