এ বছরের এশিয়ান গেমস (Asian Games 2023) করোনার জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। পরের বছর হবে এশিয়ান গেমস। চিনের হ্যাংঝৌ শহরে হবে গেমস। মঙ্গলবার জানিয়ে দিল এশিয়ার অলিম্পিক্স কাউন্সিল (ওসিএ)।
আরও পড়ুন: Daria Kasatkina: নিজেকে সমকামী বলে ঘোষণা করলেন দারিয়া কাসাতকিন
এ বছর ১০ সেপ্টেম্বর থেকে ১৯তম এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৬ মে জানিয়ে দেওয়া হয় যে এ বছর এশিয়ান গেমস স্থগিত রাখা হচ্ছে। চিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সুত্রের খবর, ওসিএ-র তরফে বলা হয়, ‘শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা করা হয়।’ ২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস (Asian Games 2023)। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।