মুকুল রায় (Mukul Roy) বিজেপিরই বিধায়ক। কয়েক সপ্তাহ আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট করে দিয়েছেন। পিএসি চেয়ারম্যান বিতর্কের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন যে, মুকুল রায় বিজেপির বিধায়ক। বিরোধী দলের হওয়ায় মুকুল রায়ের চেয়ারম্যান পদে মনোনয়নকেও তেমন গুরুত্ব দিতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী।যদিও তারপর পিএসি-র চেয়ারম্যার পদে আর ফেরানো হয়নি কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে।
এসবের মধ্যেই সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বিধানসভায় এসেছিলেন মুকুল রায়। সেখানে পদ্ম-ফুলের এই প্রবীণতম বিধায়কের দাবি ঘিরে ফের বিভ্রান্তি তৈরি হল।
সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরই তাঁকে প্রশ্ন করা হয়, এই নির্বাচনে কে জিতবে? আপনি কাকে ভোট দিলেন? জবাবে মুকুল রায় বলেন, ‘সবাই জানে কী হবে। মমতার প্রার্থীই জিতবে। আমি তৃণমূলকেই ভোট দিয়েছি।’ মুকুল রায় তো বিজেপির বিধায়ক, তাহলে কেন তৃণমূল সমর্থিত প্রার্থীকে ভোট দিলেন তিনি? মুকুলের সটান জবাব, ‘আমি বিজেপির কেউ নই।’ তারপরই প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারীরা বলছেন, ক্রস ভোট হবে। কী বলবেন? রায়সাহেবের উত্তর, ‘ওসব বাজে কথা। কোনও ক্রস ভোট হবে না।’
কেন এমন মন্তব্য করলেন মুকুল রায় (Mukul Roy)? অনেকে বলছেন উনি অসুস্থ। তাই এমন মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলছেন উনি মনে রাখতে পারছেন না। তাই অসংলগ্ন কথা বলছেন। কিন্তু তিনি নিজে মুখেই বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। মমতার প্রার্খীই জিতবে। এগুলি বললেন কী করে? উঠছে প্রশ্ন। যদিও সাংবাদিকদের আজ জানালেন, ‘ভাল আছি। শরীর একদম ঠিক আছে।’
আরো পড়ুন:Nupur Sharma:ফের সুপ্রিম কোর্টের দরবারে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা!