শহীদ দিবসের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির (Kanthi) ডরমেটরি মাঠে আজ এক সভার আয়োজন করেন তৃণমূল (Tmc)।আর সেখানে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajeeb Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ অন্য নেতারা।আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পাশাপাশি বিজেপি সরকারকেও তুলোধনা করেছেন রাজীব।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো পরিসংখ্যান দেন রাজীব। আক্রমণ করেন বিজেপিকে। বলেন, ‘মুদ্রাস্ফীতি রেডলাইন পার করে গেছে। আপনারা জানেন, অভিষেক আগেই বলেছিলেন, শ্রীলঙ্কার মতো অবস্থা না হয় এ দেশের। আমি আজ বলছি, দেশের যা অবস্থা, তা শ্রীলঙ্কার থেকে আরও খারাপ হবে।’
একইসঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাজীব আরও বলেন, ‘২০২৪ সালে এ রাজ্যে বিজেপি বলে কিছু থাকবে না। কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরই সঙ্গে আছে এবং বিজেপির জনবিরোধী নীতি তারা কোনও ভাবেই মেনে নেবে না। তাই বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি।’
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করে তিনি বলেন,’আপনারা এতদিনে জানেন, বাংলা নিজের মেয়েকে চায়। তা প্রমাণও হয়ে গেছে ২০২১ সালের নির্বাচনেই। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মায়ের মতো আগলে রেখেছেন। তাই বাংলার সেই মাকে যারা অপমান করছে, তারা অকৃতকার্য।’
আরো পড়ুন:Mehuli Ghosh:মেহুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!