ছন্দে না থাকায় সমালোচনায় জর্জরিত বিরাট কোহলী (Virat Kohli)। এবার তাঁরই পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তারপর বাবরকে ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছিলেন কোহলী। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারের হৃদ্যতার এই সম্পর্কের প্রশংসা করেছেন হরভজন সিংহ।
বাবর আজম নেটমাধ্যমে কোহলীর (Virat Kohli) পাশে থাকার বার্তা দিয়েছেন। উৎসাহ দিয়েছেন। কোহলীও নেটমাধ্যমে বাবরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছেন। ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক রাজনৈতিক কারণে থমকে রয়েছে কয়েক বছর ধরে। দু’দেশের ক্রিকেটারদের ব্যক্তিগত সুসম্পর্কে অবশ্য ছাপ ফেলতে পারেনি রাজনৈতিক বা কূটনৈতিক প্রভাব।
আরও পড়ুন: Jasprit Bumrah: তৃতীয় এক দিনের ম্যাচে খেলছেন না বুমরা
বাবরের টুইটের ৪০ ঘণ্টারও বেশি সময় পর উত্তর দেন কোহলী (Virat Kohli)। সুত্রের খবর, ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, ‘ধন্যবাদ। তুমি আরও বড় হও, আরও ভাল খেলো। তোমাকে শুভেচ্ছা জানাই।’ বাবর-কোহলীর এই পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্যের সম্পর্কই মুগ্ধ করেছে হরভজনকে।