ভারতের পিভি সিন্ধু (PV Sindhu) সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। এই প্রথম বার সিঙ্গাপুর ওপেন জিতলেন তিনি।

ভারতের শাটলারকে ফাইনালে তেমন কঠিন লড়াইয়ের সামনে ফেলতে পারেননি ওয়াং। প্রথম গেম সহজেই ২১-৯ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় গেমে অবশ্য হারতে হয় সিন্ধুকে (PV Sindhu)। প্রথম গেমে এক সময় ১৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। সেই অবস্থায় ওয়াং লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নিয়ে বছরের তৃতীয় ট্রফি ঘরে তুললেন সিন্ধু।

আরও পড়ুন: Tamim Iqbal: টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিলেন তামিম

এর আগে সিন্ধু (PV Sindhu) মুখোমুখি হন গত অল ইংল্যান্ড ওপেনে ওয়াংয়ের। সেই ম্যাচেও জয় পেয়েছিলেন সিন্ধু। রবিবারের পর ওয়াংয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন তিনি।