স্বাধীনতা দিবসে (Independence day) ছুটি নেই যোগীরাজ্যে। ৭৫তম স্বাধীনতা দিবসে খোলা থাকবে স্কুল-কলেজ-সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

এর পাশাপাশি খোলা থাকবে সরকারি ও বেসরকারি অফিস কাছারিও।

এমনই নির্দেশিকা জারি করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার।

ফলে এবার ১৫ আগস্ট সবাইকে অন্যান্য দিনের মতো হাজিরা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ প্রসঙ্গে জানিয়েছেন, স্বাধীনতার ৭৫তম বছরে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহাত্‍সব’।

এই উপলক্ষ্যে উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বিশেষভাবে পালিত হবে এই দিনটি। এ জন্য একাধিক বিশেষ কর্মসূচিও নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

তাই প্রতিবারের এবার আর স্কুল-কলেজ বা অফিসে জাতীয় পতাকা উত্তোলন, সেই সঙ্গে সামান্য কিছু অনুষ্ঠান করে ছাড় মিলবে না।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবাইকে নিজেদের প্রতিষ্ঠানে ওই দিন হাজির থাকতে হবে। সাড়ম্বরে স্বাধীনতা দিবস (Independence day) উদযাপন করতে হবে।

এ নিয়ে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ সাফাই অভিযানেরও আয়োজন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচিও থাকছে। এই কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা দিবসে স্কুল-কলেজ-সরকারি

বেসরকারি অফিস খুলে রাখার পথেই হাঁটল যোগী প্রশাসন। স্বাধীনতার পরবর্তীকালে এমন ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে।