ভারতের ঘরে শ্যুটিং বিশ্বকাপে ফের আসল সোনা। শনিবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে সোনা জেতেন ঐশ্বরি তোমার (Aishwary Tomar)। ২১ বছরের তরুণ শ্যুটার এর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।

ঐশ্বরির (Aishwary Tomar) শ্যুটিং বিশ্বকাপে এটি দ্বিতীয় সোনা। এর আগে নয়াদিল্লিতে সোনা জিতেছিলেন তিনি। এ বারের বিশ্বকাপে ভারতের চতুর্থ সোনা এল ঐশ্বরির হাত ধরে। পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ইতিমধ্যেই ভারতীয় শ্যুটাররা জিতে নিয়েছেন ন’টি পদক। এর মধ্যে রয়েছে চারটি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ।

আরও পড়ুন: Virat Kohli: কোহলীকে নিয়ে কি বললেন রশিদ লতিফ

এই ইভেন্ট চয়ন সিংহ শেষ করেন সপ্তম স্থানে। ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকের চতুর্থ স্থানে শেষ করেন। অল্পের জন্য পদক হারান তিনি। ২০১৯ বিশ্বকাপে সোনা জিতেছিলেন মনু।