দ্বিতীয় এক দিনের ম্যাচে লর্ডসে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ওভালে প্রথম ম্যাচে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দাপটে কার্যত উড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে কি সেই ভয় থেকেই লর্ডসের পিচে ঘাস কমিয়ে দেওয়া হল? টস জিতে রোহিত শর্মা ভেজা পিচের কারণে বোলিং করার সিদ্ধান্ত নেন।

সুত্রের খবর, টস জিতে রোহিত বলেন, “পিচে ঘাস কম রয়েছে, তবে পিচ ভেজা। বোলাররা সুবিধা পেতে পারে। এই মাঠে জিততে হলে হাতে রান প্রয়োজন।” ওভালে ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে শেষ করে দিয়েছিল ভারত। সহজেই সেই ম্যাচ জিতে নেন রোহিতরা। লর্ডসেও সেই অপেক্ষাতেই থাকবেন তাঁরা। রোহিত বলেন, “বুমরার (Jasprit Bumrah) মতো এক জন বোলার দলে থাকলে সব সময় সেটা বাড়তি সুবিধা দেবে। যে কোনও ধরনের ক্রিকেটে ও সেরা বোলার।’’

আরও পড়ুন: Sourav Ganguly: বিশ্বকাপে কোহলীদের কাছে বড় প্রত্যাশা সৌরভের

পাশাপাশি উইকেটরক্ষক ঋষভ পন্থেরও প্রশংসা করেন রোহিত। বলেন, ‘‘ইংল্যান্ডের পিচে বুমরার (Jasprit Bumrah) বল উইকেটের পিছনে ধরা বেশ কঠিন। ঋষভ বেশ কিছু ভালো ক্যাচ নিয়েছে।”