প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আর তাই তিনি বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন। অন্যদিকে আইসিসি ক্রমতালিকায় এগিয়েছেন মহম্মদ শামিও।

সম্প্রতি আইসিসি এক দিনের ক্রিকেট বোলারদের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছেন বুমরা (Jasprit Bumrah)। তিন ধাপ উঠেছেন বুমরা। এক দিনের ক্রিকেটে আগেও বিশ্বের এক নম্বর বোলার ছিলেন তিনি। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বুমরাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন। এর আগে মোট ৭৩০ দিন এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন বুমরা। এত দিন ভারতের আর কোনও বোলার আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থাকেননি।

আরও পড়ুন: Ravichandran Ashwin: এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে নিয়ম বদল চাইছেন অশ্বিন

এছাড়াও কপিলদেবের পর ভারতের দ্বিতীয় জোরে বোলার হিসাবে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হয়েছেন বুমরা (Jasprit Bumrah)। তিনি ছাড়াও মনিন্দর সিংহ, অনিল কুম্বলে এবং রবীন্দ্র জাডেজাও এই নজির গড়েছেন। কিন্তু তাঁরা সকলেই স্পিনার। নতুন বলে বুমরার সঙ্গী শামি ৩ উইকেট নিয়েছেন মঙ্গলবারের ম্যাচে।